
মোতালেব হোসেন(কুমিল্লা)
নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, পেঁয়াজ, রসুন ও আদা সহ বেশকিছু নিত্যপণ্যের দাম ব্যাপক অস্থিতিশীল। তাছাড়া বেড়েছে কাঁচা বাজারে শাক সবজির দাম ও। গত কিছুদিনের ব্যবধানে বেড়েছে এসব পণ্যের দাম। এরইমধ্যে আদার দাম ২০০ আর ১০০ টাকার কাছাকাছি পেঁয়াজের দাম। সরবরাহ ও আমদানি স্থিতিশীলতার মধ্যেও এভাবে রাতারাতি পেঁয়াজ, আদাসহ নিত্যপণ্যের দাম বাড়ায় হতাশ নিম্ন-মধ্যমআয়ের মানুষ।
মঙ্গলবার কুমিল্লার রাজগঞ্জ বাজার ও টমছম ব্রিজ বাজার, রাণীর বাজার ঘুরে দেয়া যায়, সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন সব ধরনের চাল বিক্রি হচ্ছে ২-৩ টাকা বেশিতে। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা এবং চিকন চাল বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা দরে। আজকের কুমিল্লার বাজার গুলোতে ২০-৩০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা দরে। অন্যদিকে আদা দর সপ্তাহের ব্যবধানে ৮০-১০০ টাকা বেড়ে প্রতি কেজি দেশি আদা ২০০ এবং আমদানিকৃত আদা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন কেজিতে ৫-১০ টাকা বেড়ে দেশি রসুন ১১০ এবং আমদানিকৃত রসুন ১৬০ টাকা। মসুর ডালের দর ১০ টাকা বেড়ে সপ্তাহের ব্যবধানে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা বাজারে ও বাড়ছে শাক সব্জির দাম।
আরব আলী নামে এক ত্রেতা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আমাদের নাগালের মধ্যে ছিল। কিন্তু ইতিমধ্যে এসে হুট করে এভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে এটা আশা করিনি। দুইদিন পর পর কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তুলছে। সপ্তাহখানেক আগের বাজারে পেঁয়াজের দাম ছিল ৫৫-৬০ টাকা। আজকের বাজারে সপ্তাহের ব্যবধানে ২০-৩০ টাকা বেড়ে বিক্রি করছে ৮০-৯০ টাকা দরে। একই অবস্থা আদার দরেও। হুট করে ১০০ টাকা বেড়েছে আদার কেজিতে।
হারুন অর রশিদ নামে আরও এক ত্রেতা বলেন, সকল নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। কোন কিছুই নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমরা যারা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ তারা শাকসবজির মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। কিন্তু এখন বাজারে শাক সবজির দামও অনেক বেশি। অস্থিতিশীল এ বাজারে সবচেয়ে বেশি ভোগাস্তির শিকার খেটে খাওয়া ও নিম্নআয়ের আয়ের মানুষ। যেভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে সে হারে কিন্তু মানুষের আয় বাড়ছে না। যার ফলে দিনশেষে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের।
তবে কুমিল্লার খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের দাবি চলমান বর্ষায় টানা বৃষ্টিপাতের কারণে বাজারে পেয়াজ, রসুন, আদা ও মসুর ডালের চাহিদার অনুপাতে সরবরাহ কম থাকায় সংকট দেখা দিয়েছে যার ফলে নিত্যপণ্য সহ বাজারে শাক সবজির ও দাম বাড়ছে। আর ত্রেতাদের দাবি বাজার মনিটরিংয়ে প্রশাসনের গাফিলতির কারণে নিত্যপণ্যের সংকট দেখিয়ে বাজার অস্থির করে তুলছেন অসাধু ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসন দ্রুত কর্যকর পদক্ষেপ নিবে বলে প্রত্যাশা তাদের।
কুমিল্লা সিএন্ডএফ অ্যাসোসিয়শনের সভাপতি জামাল আহমেদ জানান, দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বহিঃবিশ্বেই আদার বাজার চড়া। একই সঙ্গে রসুনের পর্যাপ্ত আমদানি নেই। ফলে খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম বাড়ছে। তবে আমদানি শুরু হলে দ্রুতই পেঁয়াজের দাম কমার লক্ষণ থাকলেও আদার বাজার আরও বৃদ্ধি পাবে।







































