
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার
নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাত করনে সবাইকে উৎসাহ দেয়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া,ও রায়গঞ্জ উপজেলার মৎস্য চাষীদের নিয়ে এবার নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই ) বেলা ১১ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদে উন্নয়ন সংস্থা মানব মুক্তির উদ্যোগে মৎস্য চাষী ও সুফলভোগীদের নিয়ে র্যালী ও মৎস্য মেলার আয়োজন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা ও মানব মুক্তি সংস্থার পরিচালক আশরাফুজ্জামান খান সেলিম,প্রজেক্ট ম্যানেজার আশিক আল ফয়সাল সহ অন্যান্য কর্মকর্তা মৎস্য চাষী এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন। ৬টি স্টলে মাছের তৈরি পিঠাপুলি সহ মুখরোচক নানা খাবার, রেডি টু কুক ফিস, নিরাপদ শুটকি বিক্রয় কেন্দ্র স্থান পায়। এছাড়া এতে ফিশারিজ বেইজড ইকো টোরিজম সম্পর্কে ধারণা দেয়া হয়।







































