শিরোনাম
ঝিনাইগাতী সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত ঝিনাইগাতীতে ফের জামায়াত- বিএনপির সংঘর্ষ কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি-মেজর হাফিজ ফ্যাসিবদামুক্ত দেশ গড়তে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে,ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ বেতাগাঁও বায়তুল মামুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শাজাহানপুর জগন্নাথপুর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন নির্বাচিত সরকার গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে - মেজর হাফিজ
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬

অন্তরালে সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০১ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ০১ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি বেআইনিভাবে জনশক্তি রপ্তানির নামে মানব পাচারে জড়িত। অথচ এসব এজেন্সির বিরুদ্ধে তেমন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। তাদের পরস্পর যোগসাজশে বছরের পর বছর ধরে চলছে এমন মানব পাচারের ঘটনা। এ ধরনের এজেন্সির প্রকৃত কার্যক্রমও জনসম্মুখে প্রকাশ করা হয় না। সেই সুযোগকেই কাজে লাগিয়ে জনশক্তি রপ্তানির নামে মানব পাচার করে ওই এজেন্সিগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মূলত তদারকি ও সচেতনতার অভাবে মানব পাচারের ঘটনা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানব পাচার ও প্রতিরোধ সেল সূত্র বলছে, বর্তমানে মানব পাচার সংক্রান্ত তদন্তাধীন রয়েছে প্রায় ৭ হাজার মামলা। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় ৩৫ হাজার। আর মামলার অভিযোগ মোতাবেক পাচার হওয়া মানুষের সংখ্যা প্রায় ১১ হাজার। সব মামলার অভিযোগই মোটামুটি একই ধরনের।


প্রায় শতভাগ মামলার অভিযোগে বলা হয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন মামলার বাদী বা তাদের আত্মীয় স্বজনরা। এজেন্সির স্থানীয় এজেন্টদের মাধ্যমে তারা বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। ফাঁদে পড়া মানুষের অধিকাংশকেই বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়েছিলেন আসামিরা। সেই ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন মামলার বাদীসহ তাদের স্বজনরা।


সূত্রটি বলছে, সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে ফেলে বিদেশ পাঠায় প্রতারক চক্র। এরপর তাদের আকাশ, জল বা স্থলপথে লিবিয়া, মিয়ানমার, থ্যাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, মালয়েশিয়া, ওমান, বাহরাইন, দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়। এসব দেশে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বাংলাদেশি মানব পাচারকারী চক্রগুলো। বিদেশে যাওয়ার পর বাংলাদেশিদের বিভিন্ন দেশে থাকা গোপন আস্তানায় আটকে রাখা হয়। সেখানে তাদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে বা সরাসরি মোবাইল ফোনে কল দিয়ে তাদের পরিবারকে দেখানো হয়। এরপর মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসাবে দাবি করে। আদায় করা টাকা দেশীয় এজেন্টের মাধ্যমে অথবা হুন্ডির মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হয়। পাচারকারীরা সন্তোষ্ট হলেই হয়তো কারও ভাগ্যে মুক্তি পেলে। আবার কারও ভাগ্যে নেমে আগে নির্মম নির্যাতন। অনেকের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসাবে মোটা অঙ্কের টাকা আদায় করার পরেও তাদের হত্যা করে সাগরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আবার অনেককে গণকবর দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডের গভীর জঙ্গলে। যেখানে বেশ কিছু গণকবর আবিষ্কৃত হওয়ার পর পুরো বিশ্বে মানব পাচারের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।



সূত্রটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র। চক্রের অধিকাংশ সদস্য বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ইরানসহ বিভিন্ন দেশের নাগরিক। বাংলাদেশের সীমান্তবর্তী অন্তত ১২টি জেলায় মানব পাচারকারীরা বেশি সক্রিয়। তার মধ্যে কক্সবাজার অন্যতম। এছাড়া চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারি, নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতেও তাদের তৎপরতা লক্ষ্যণীয়। সেসব এলাকার লোকজন তুলনামুলকভাবে কম শিক্ষিত বা অশিক্ষিত, বিদেশ সম্পর্কে তেমন ধারণা নেই সেসব এলাকায় বেশি সক্রিয় থাকে মানব পাচারকারী চক্রের সদস্যরা।


সিআইডি সূত্রে জানা গেছে, বিশ্বের অধিকাংশ দেশেই বাংলাদেশের দূতাবাস বা চ্যান্সারি অফিস নেই। মানব পাচারকারীদের টার্গেট ওইসব দেশগুলো। দেশগুলোতে জনশক্তি রপ্তানির নামে ভ্রমণ ভিসায় বাংলাদেশের সহজ সরল মানুষকে পাঠায় অধিকাংশ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি। অথচ এসব এজেন্সি শুধুমাত্র কোনো দেশে ভ্রমণের জন্য লোক পাঠাতে পারে। আইনগতভাবে জনশক্তি রপ্তানি করতে পারে না। গ্রামের সহজ সরল মানুষ না বুঝেই এসব এজেন্সির লোভনীয় বিজ্ঞাপন দেখে পাচারের শিকার হন।


সূত্রটি বলছে, সম্প্রতি উজবেকিস্তান ও কিরগিস্তানে লোক পাঠানোর নামে মানব পাচার করার ঘটনা ব্যাপকভাবে আলোচনায় এসেছে। অনেকেই প্রতারিত হয়ে মামলা করেছেন। সেইসব মামলার তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের শুরুতেই ছয়জন বাংলাদেশিকে কিরগিজস্তানে পাঠায়


 ঢাকার নয়াপল্টনের ‘জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি এজেন্সি। ওই ছয় বাংলাদেশির প্রত্যেকের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ৬ লাখ করে টাকা নেয় এজেন্সিটি।



 ঢাকার নয়াপল্টনের ওই এজেন্সির মালিক ইব্র্রাহিম মল্লিক নাহিদ (৩৫), তার দুই সহযোগী শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদীকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা পেশাদার মানব পাচারকারী চক্রের সদস্য।


সিআইডির মানব পাচার ও প্রতিরোধ সেলের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শাহ্জাহান হোসেন  বলেন, শুধু কিরগিস্তানে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এভাবেই এজেন্সিগুলো জনশক্তি রপ্তানির নামে মানব পাচার করছে। অথব এসব এজেন্সির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি করার তথ্য পাওয়া যায়নি। নজরদারি না বাড়ানো হলে এজেন্সিগুলো মানব পাচার করতেই থাকবে।


সিআইডি সূত্রে জানা গেছে, মানব পাচার প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই। কারণ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির লাইসেন্স দিয়ে থাকে পর্যটন করপোরেশন। অথচ দেশে কি পরিমাণ এ ধরনের এজেন্সি আছে তার সুুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। আর যেসব এজেন্সি বিদেশে জনশক্তি রপ্তানি করে থাকে, তার লাইসেন্স দিয়ে থাকে জনশক্তি কর্মসংস্থান ও উন্নয়ন ব্যুরো (বিএমইটি)। সংশ্লিষ্টদের তদারকির অভাবে দেশ থেকে মানব পাচার থামানো যাচ্ছে না।


সূত্রটি বলছে, জনশক্তি রপ্তানি কোম্পানির কাজ কি এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির কাজ কি তা জনসম্মুখে প্রচার করা জরুরি। মানুষকে কোনো এজেন্সির কি কাজ বা আইনগতভাবে কি কাজ করতে পারে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হলে, দেশ থেকে মানব পাচার অনেকাংশে কমে যাবে। কারণ মানুষ এজেন্সির কর্মক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এজেন্সির আইনগত কর্মক্ষমতা সম্পর্কে না জানার কারণে অধিকাংশ মানব পাচারের ঘটনাগুলো ঘটছে। আর এজেন্সিগুলোও সেই সুযোগ নিচ্ছে।


মানব পাচারের বিষয়ে সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া  বলেন, মানব পাচার কমিয়ে আনতে সচেতনতার কোনো বিকল্প নেই। যিনি বিদেশ যাবেন, তার অবশ্যই উচিত যেসব এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন, তার বৈধতা আছে কিনা, তা যাচাই বাছাই করা বা জানা। এছাড়া ওই এজেন্সি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি নাকি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান তা আগে নিশ্চিত হতে হবে।


তিনি আরও জানান, সহজ সরল মানুষদের বোকা বানিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিদেশ জনশক্তি রপ্তানির নামে মানব পাচার করছে। এতে করে বিদেশে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। পাচারকারী চক্র কাট আউট পদ্ধতিতে কাজ করে। যে কারণে মানব পাচারে জড়িত অধিকাংশ রাঘব বোয়ালদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অভাবে আইনের আওতায় আনা সম্ভব হয় না। তবে মানব পাচারের ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে সিআইডি।


আরও খবর




ঝিনাইগাতী সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

শরণখোলার ধানসাগর ইউনিয়নে বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে জনসভা অনুষ্ঠিত

মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ-খ.ম আব্দুর রাকিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সাতক্ষীরায় বিজিবির যৌথ টহল জোরদার

পঞ্চগড়ে জনগুরুত্বপূর্ণ মামলায় সামারি ট্রায়াল শুরু, ৩ জনের কারাদণ্ড

ঝিনাইগাতীতে ফের জামায়াত- বিএনপির সংঘর্ষ

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি-মেজর হাফিজ

ফ্যাসিবদামুক্ত দেশ গড়তে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে,ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

বেতাগাঁও বায়তুল মামুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত

নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাজাহানপুর জগন্নাথপুর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

কেন্দুয়ায় ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

নির্বাচনি মাঠে প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

নিম্নআয়ের মানুষের ​স্থায়ী পুনর্বাসন করার অঙ্গীকার আমিনুল হকের

এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না

নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান