
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন করা হয়।
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন—
১. ড. সালেহ উদ্দিন আহমেদ— অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।
২. ড. আসিফ নজরুল— আইন ও বিচার মন্ত্রণালয়।
৩. আদিলুর রহমান খান— শিল্প মন্ত্রণালয়।
৪. হাসান আরিফ— স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়।
৫. তৌহিদ হোসেন— পররাষ্ট্র মন্ত্রণালয়।
৬. সৈয়দা রিজওয়ানা হাসান— বন ও পরিবেশ মন্ত্রণালয়।
৭. শারমিন মুরশিদ— সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯. আ.ফ.ম খালিদ হাসান— ধর্ম মন্ত্রণালয়।
১০. ফরিদা আখতার— মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
১১. নূর জাহান বেগম— স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়।
১২. মো. নাহিদ ইসলাম— ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
১৩. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ সদস্য শপথ নেন। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ড. ইউনূস।
এদিকে, গতকাল রাতে ১৭ সদস্যবিশিষ্ট অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নেন ১৪ সদস্য। ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রসঙ্গত, গণআন্দোলন ও জনরোষের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সাংবিধানিক সংকটের মধ্যে বৃহস্পতিবার রাতে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বতী সরকার গঠনের সুযোগ না থাকলেও নতুন নির্বাচনের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে।







































