
অভিশাপের ওষ্ঠে প্রার্থনার চুমু
মো. সেলিম হাসান দুর্জয়
ভুলে যাওয়াই যদি শাস্তি হয়—
তবে সে শাস্তির স্বাদে লুকানো থাকে
অমাবস্যার মতো এক প্রেম-উৎসব।
তুমি চলে যাবে, যাও, হে প্রিয়,
কিন্তু ভুলে যাবে?—সেই তো অদৃশ্য বিদ্রোহ
নির্বাক ঘূর্ণিপাকে হৃদয়ের ভাঙন।
আমি জানি, একদিন নেশার নৌকো ডুবে
তুমি উঠে আসবে স্মৃতির কোলঘেঁষে
ঠিক যেভাবে শিশিরে ভেজা ঘাস
জেগে ওঠে ভোরের আদরে।
তখন আমার নাম হবে আহ্বান,
মুখের রেখায় মুছে যাবে অভিযোগের ছায়া।
চোখের সামনে সৃষ্টি হবে কেবল একটি ছায়াপথ
যেখানে তুমি হেঁটেছিলে একদিন,
ভুল করে, অথবা প্রেমে।
তুমি প্রতারণা করেছ, তাই তো? নাকি আমি?
প্রশ্নটা তখন অবান্তর শোনাবে - তোমার কানে
তবে জানো— প্রেম প্রতিশোধ চেনে না,
সে কেবল প্রার্থনায় বদলায় তার ক্ষত,
আর ছাই দিয়ে আঁকে
নির্জন ঘরের দরজায় একটি নাম— “চারুলতা”।
ভালো থেকো, হে প্রিয় অপরাধ।
ভালো থেকো, হে প্রিয় অভিমান;
তোমার ভুলে যাওয়ার সিদ্ধান্তে
আমি খুঁজে নিচ্ছি মুক্তির নতুন ব্যাকরণ,
সুন্দর এক জীবন - তোমার।
তোমার বিদায় আমার আশীর্বাদ হয়ে উঠুক
যেমন আগুনেও ফুল ফোটে
কেবল শব্দের জাদুতে।







































