
ইসমাইল হোসেন পোরশ(নওগাঁ)প্রতিনিধি: “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় আন্তর্জাতীক নারী দিবস পালন করা হয়েছে।
পুরুষের পাশাপাশি মহিলাদের সম অধিকার প্রদানের লক্ষ্যে আজকের এই দিবস আওয়ামী লীগ সরকার নারীদের সম অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন দিবসটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি তার বক্তব্যে এসব কথা বলেন।
আজ শুক্রবার পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা অধিদপ্তরে আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী নেতৃত্বে এক বিশাল র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্ররিদক্ষণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াালি যুক্ত হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি ছলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান আহমেদ, নিতপুর স্কুল এন্ড কলেজ সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







































