
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ কন্ডুকে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।
শুক্রবার বিকালে নজিপুর পৌরসভার বাদ পুইয়া এলাকায় তার নিজ বাসভনের পাশে আলম মটরস এর সামনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদশন করা হয়।
পরে শ্মশানে নিয়ে তার মৃতদেহের সৎকার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, জেলা পুলিশের টিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাগেছে বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ কন্ডু বার্ধক্য জনিত কারণে বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।







































