
মুহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা উপজেলা প্রতিনিধি :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ, সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় গলাচিপা থানার সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন গলাচিপায় কর্মরত সাংবাদিকেরা। এ সময় তাঁরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কেবল একজন মানুষকে হত্যা নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আক্রমণ। তাঁরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ এবং প্রাণনাশের চেষ্টা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চরম হুমকি।
মানববন্ধনে বক্তারা রাষ্ট্রের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি না দেওয়া হয়, তবে দেশব্যাপী সাংবাদিক সমাজকে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ প্রতিবাদ কর্মসূচিতে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন।







































