শিরোনাম
ঝিনাইগাতী সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত ঝিনাইগাতীতে ফের জামায়াত- বিএনপির সংঘর্ষ কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি-মেজর হাফিজ ফ্যাসিবদামুক্ত দেশ গড়তে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে,ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ বেতাগাঁও বায়তুল মামুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শাজাহানপুর জগন্নাথপুর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন নির্বাচিত সরকার গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে - মেজর হাফিজ
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬

শেখ হাসিনার বিচারে প্রস্তুত হচ্ছে ট্রাইব্যুনাল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তী সময়ে রূপ নেয় এক দফায়। সেই আন্দোলন ঠেকাতে সর্বোচ্চ শক্তি ব্যয় করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পুরো এই আন্দোলনে হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের বেশির ভাগ মারা গেছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে। আর এসব হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয় এবং দীর্ঘ হয় লাশের মিছিল।


ছাত্র-জনতার এই আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। টানা চার মেয়াদ ধরে ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের অভিযোগে প্রায় দুশো মামলা ইতোমধ্যে দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩১টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে শেখ হাসিনার গঠন করা আদালতেই তার বিচারের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।


ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের কাজ অনেকটা এগিয়ে গেছে। যে আদালতে বিচারকাজ পরিচালিত হবে সেই আদালতের অবকাঠামোর কিছু কাজ বাকি আছে। সেই কাজ এখন চলছে পুরোদমে। শিগগির আদালত প্রস্তুত হলে শুরু হবে গণহত্যার বিচারকাজ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিচারকাজ শুরু হলে আদালতের নির্দেশ পেলে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে।


ট্রাইব্যুনাল ভবন মেরামতের কাজ চলছে



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবস্থিত সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগের পুরাতন বিল্ডিংয়ে। এই ভবনটি অনেক পুরনো। বৃষ্টি হলে এজলাসে পানি পড়ে। কয়েকবার জোড়াতালি দিয়েও সে পানি পড়া বন্ধ করা যায়নি। পরবর্তী সময়ে বিচারকাজ পরিচালনার জন্য নির্মাণ করা হয় টিনশেট ঘর।


সেই বিল্ডিং মেরামতে নজর দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সেখানে পরিদর্শন করেছেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী। আগামী ৩/৪ মাসের মধ্যে এই বিল্ডিংয়ের কাজ শেষ করা যাবে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।


ওইদিন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতিসহ একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ভবনসহ বিভিন্ন স্থাপনা তাদের ঘুরে দেখান।


পরে প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার সাংবাদিকদের বলেন, এখন এটিকে (ভবন) ব্যবহার উপযোগী করতে হবে। ব্যবহার উপযোগী করতে গেলে যা যা করণীয়, তাই করা হবে। তিনি বলেন, আশা করছি খুব দ্রুতই, তিন থেকে চার মাসের মধ্যে করা সম্ভব হবে। পুরো ভবন এবং আনুষঙ্গিক টিনশেডে যে কাঠামো আছে, পুরোটাই ঠিক করে দেওয়া হবে।



এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এখানে বিচারকার্য পরিচালনার জন্য এজলাসসহ আনুষঙ্গিক যেসব সুবিধা দরকার, সেটি এই ভবনে আগে থেকে করা ছিল। অতি প্রাচীন হওয়ার কারণে এর বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কারণে একটা সময়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।


বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জানানো হয় উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলীসহ তাদের টিমকে বুধবার ডেকে এই কোর্ট রুম, এ ভবনটাকে ব্যবহার উপযোগী করতে যত দ্রুত সম্ভব কাজ করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পূর্ত মন্ত্রণালয়ের পুরো টিম বৃহস্পতিবার এসে দেখেছে।


ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে ৩১ অভিযোগ


এখন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দেশব্যাপী হত্যা ও গণহত্যার অভিযোগ এনে মামলা হয়েছে ১৯১টি। এর মধ্যে হত্যা মামলা ১৭০টি। শুধু তিনিই নন, এসব মামলার আসামি হয়েছেন তার দলের অনেক শীর্ষ নেতারা। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার মোট ৩১টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর, বাকিগুলো দাখিল করা হয়েছে তদন্ত সংস্থায়।


শেখ হাসিনাসহ গণহত্যায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে বিচারকাজ দ্রুত করার জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ও চারজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। বাকি চারজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান।


গত ৮ সেপ্টেম্বর সকালে তারা যোগদান করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।


এ সময় তিনি জানান, বিশ্বের যেকোনো দেশের আইনজীবী এই মামলার আসামিদের পক্ষে উকালতি পারবেন। বিচারের স্বচ্ছতার প্রশ্নে এমন সিদ্ধান্ত বলে জানান এই আইনজীবী।


বিচার প্রক্রিয়া শুরু প্রসঙ্গে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিএম সুলতান মাহমুদ বলেন, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করতে সময় লাগবে। কারণ ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি এখনো। অবকাঠামোগত সমস্যা আছে। পুরোনো ভবনে বিচার কাজ করা কঠিন। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজেই সব কিছুই আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন।



এই আইনজীবী বলেন, বিচার কাজ শুরু করতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন টিমে আরও আইনজীবী দরকার। এসব কমপ্লিট হলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু করা যাবে।


এখন পর্যন্ত যেসব কাজ হয়েছে এই ট্রাইব্যুনালে


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩-এর ৮ (১) ধারা মতে, ২০১০ সালের ২৫ মার্চ তদন্ত সংস্থা গঠিত হয়। ২০১১ সাল ও সর্বশেষ ২০২৩ সালে পুনর্গঠিত তদন্ত সংস্থা তদন্ত কাজ পরিচালনা করে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত।


ওইদিন পর্যন্ত ৮৮টি মামলায় ৩২৫ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে ৫২টি মামলায় ১৩৮ জনের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন হয়েছে। ৯৩ জনের বিরুদ্ধে প্রাণদণ্ডাদেশ, ৩৬ জনের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং ছয়জনের ২০ বছরের সাজা দেওয়া হয়। দুজন খালাস এবং একজনের আদেশে নিষ্পত্তি হয়েছে। ছয়জনের প্রাণদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।


২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের একটি বিষয় ছিল মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার।


১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়। মূলত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। ২০০৯ সালে সংসদ অধিবেশনে ‘যুদ্ধাপরাধীদের বিচার করার’ বিষয়ে একটি মৌখিক প্রস্তাব পাস হয়। তবে ২০১০ সালের আগে আইনে কারো বিচার বা সাজা হয়নি।


পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি ও গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালনার বিধান যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয়। এর মাধ্যমেই ২০১০ সালে ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়।


আরও খবর




ঝিনাইগাতী সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

শরণখোলার ধানসাগর ইউনিয়নে বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে জনসভা অনুষ্ঠিত

মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ-খ.ম আব্দুর রাকিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সাতক্ষীরায় বিজিবির যৌথ টহল জোরদার

পঞ্চগড়ে জনগুরুত্বপূর্ণ মামলায় সামারি ট্রায়াল শুরু, ৩ জনের কারাদণ্ড

ঝিনাইগাতীতে ফের জামায়াত- বিএনপির সংঘর্ষ

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি-মেজর হাফিজ

ফ্যাসিবদামুক্ত দেশ গড়তে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে,ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

বেতাগাঁও বায়তুল মামুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত

নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাজাহানপুর জগন্নাথপুর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

কেন্দুয়ায় ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

নির্বাচনি মাঠে প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

নিম্নআয়ের মানুষের ​স্থায়ী পুনর্বাসন করার অঙ্গীকার আমিনুল হকের

এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না

নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান