
মুহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা উপজেলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাসেল মাহমুদের কবর জিয়ারত, দোয়া এবং স্মরণসভার আয়োজন করেছে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদ। উপজেলার চর কাজল ইউনিয়নের চরশিবা গ্রামে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. তাওহীদ ইমরান-এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে চরশিবা শুক্রবারিয়া বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নের গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা শহীদ রাসেল মাহমুদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শহীদ রাসেলের পিতা তার বক্তব্যে বলেন, "আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আমি চাই তার এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। দেশের মুক্তির জন্য সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।"
অনুষ্ঠানে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ বলেন, "শহীদ রাসেল মাহমুদ আমাদের প্রেরণার উৎস। তার আত্মত্যাগ আমাদের একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার সংগ্রামে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমরা তার স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাবো।"
সাধারণ সম্পাদক মো. তাওহীদ ইমরান বলেন, "এই সরকার দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের লড়াই সেই অধিকার ফিরিয়ে আনার। শহীদ রাসেলের মতো হাজারো তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে একদিন এই দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত মুক্তি পাবে।"
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্রসমাজ যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা স্মরণীয় হয়ে থাকবে। এই আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।







































