
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গতকালের আল্টিমেটাম না মানায় আজ (বুধবার, ২১ মে) ৭ম দিনের মত সকাল ১০টা থেকেই মৎস্য ভবনের সামনে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। এসময় কাকরাইল, শাহবাগ, হাইকোর্টের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়।
এসময় বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ দাবি করেন। এছাড়াও আজ চলছে তৃতীয় দিনের মত ব্লকেড কর্মসূচি। আর পঞ্চম দিনের মত নগরবাসীর সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ না করানো পর্যন্ত এ আন্দোলন চলবে জানায় বিক্ষোভকারীরা।







































