
মোঃনাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মীনার প্রাঙ্গনে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রসাশক রেহেনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইন চার্জ দেওয়ান জগলুুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। এছড়া মুক্তিযুদ্ধা সংসদ, বিএনপির নেতৃবৃন্দ, ভান্ডারিয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও তার অংঙ্গ সংগঠন ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ।
সকাল ৯.০০ টায় স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক রেহেনা আক্তার। এসময় প্যারেড মঞ্চে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ দেওয়ান জগলুুল হাসান।
এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা এবং সম্মাননা ও আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ছাড়াও প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
পৃথক এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শামীম সাঈদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন প্রমুখ।







































