
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
"তোমার আমার বাংলাদেশে' ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে ৭তম ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে রবিবার (০২ মার্চ) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
উপজেলা সহকারী নির্বাচন অফিসার আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কাওছার উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুইজন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
এ ছাড়া মাগুরা জেলা প্রশাসন জেলা নির্বাচন আয়োজনে মাগুরা শহরে এবং , মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান।







































