
আজ ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারা বিশ্বের মত বাংলাদেশে উদযাপন হলো বিশ্ব মানবাধিকার দিবস। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কারী সংস্থা, সেন্টার ফর দ্যা এনফোর্সমেন্ট অফ হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কেন্দ্রীয় দপ্তর এর উদ্যোগে নানা কর্মসূচি তে পালিত হয় দিবসটি। দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এর নির্দেশনায়, অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব এ এইচ রোমিও র নেতৃত্তে একটি বর্ণাঢ্য র্যালী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার হইতে পলাশীর মোড় প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। এ সময় জুলাই, আগষ্টের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান আয়োজক অত্র প্রতিষ্ঠানের অতিরিক্ত নির্বাহী পরিচালক এ এইচ রোমিও , আরো বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের, ভাইস চেয়ারম্যান জনাব, নুরুল আমীন, পরিচালক প্রশাসন মঈনুল চৌধুরী, কেন্দ্রীয় আইন সম্পাদক - এডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) , এডভোকেট রিপন ( ঢাকা জজ কোর্ট),, নারী ও শিশু বিষয়ক পরিচালক -- দিল আরা শাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলো :- অত্র প্রতিষ্ঠানের কেন্দ্রীয়, কো- অর্ডিনেটর, মোহাম্মদ আলী, সহ সমন্বয়ক - শরিফুদ্দিন কাব্য,, উপ - পরিদর্শক আয়শা, সহ পরিচালক -- মমিনুল ইসলাম সহ আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য, পুলিশ কমিশনার মহোদয় (ডি এমপি) এর নির্দেশনায়, শাহবাগ থানা অফিসার ইনচার্জ এর পর্যালচনায়, এস আই ইয়ামিনের নেতৃত্বে পুলিশের ২ টি ফোর্স।







































