
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। আর মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ।
শনিবার (৭ ডিসেম্বর) তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক দেওয়ান ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, নবনির্বাচিত সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের ১৮তম ব্যাচের এবং নবনির্বাচিত মহাসচিব মো. মামুন অর রশিদ ৩৬তম ব্যাচের কর্মকর্তা।







































