
মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া স্টাফ রিপোর্টারঃ
"জাগ্রত কর, নির্ভর কর হে মনোঙ্গ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজলায় ১৪ এপ্রিল বুধবার বরুড়া উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ ১৪৩১ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রা, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা,মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার কৃতি সন্তান সাবেক অতিরিক্ত সচিব মোঃ মনির উদ্দিন, যুগ্মসচিব মোঃ শাহ আলম , ফেনী জেলা অতিরিক্ত দায়রা জজ কেশব রায় চৌধুরী, ঢাকা জেলা অতিরিক্ত জজ মোঃ রহমত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন,উপ-সচিব নিলিমা আফরোজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনী, এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব তোফায়েল আহমেদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১(বরুড়া) মোঃ জালাল উদ্দীন, গনমাধ্যম কর্মীদের মধ্যে ইলিয়াস আহমেদ, আবুল হাসেম, জাহাঙ্গীর আলম, ইকরামুল হক, মোঃ সোহেল খন্দকার, আরাফাত হোসেন, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর,বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, উপসহকারী মেডিকেল অফিসার এ টিম গোলাম কিবরিয়া,সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলীসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ ইকবাল হোসেন, ও শাকিলা জামান।পরে বরুড়া সংগীত ক্লাবের আয়োজনে বরুড়ার কৃতি সন্তান ও আমন্ত্রিত অতিথিদের মাঝে উপহার তুলে দেয়া হয়।বিকালে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।







































