শিরোনাম
প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সায়েম আলী পাঠান টাঙ্গাইলে হত্যা মামলার আসামি রবিউল গ্রেফতার রূপসার বাবু দুর্বৃত্তের গুলিতে আহত শ্রীহাস্য স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত রূপসাকে কর্মসংস্থানের বিশেষ ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে: আজিজুল বারী হেলাল ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার,গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন অষ্টগ্রামে দেওঘর ইউনিয়নে লুটপাট থানায় অভিযোগ পোরশায় বিএনপি’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬

ফার্মেসিতে মিলছে না খাবার স্যালাইন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শুক্রবার দুপুর ২টা। শাহবাগের বিপণিবিতানে ওষুধের দোকানের সামনে সড়কে রিকশা থামিয়ে খাবার স্যালাইন কিনতে আসেন চালক মোহাম্মদ আলী। নাজ ফার্মাসহ কয়েকটি ফার্মেসি ঘুরেও তিনি স্যালাইন পাচ্ছিলেন না। পাঁচ-ছয়টি দোকানে খোঁজার পর এক দোকান থেকে চার প্যাকেট স্যালাইন কিনে নেন তিনি।পরে নাজ ফার্মার কর্মচারী এবং মোহাম্মদ আলীর সঙ্গে কথা হয়। 


দোকানি জানান, অতিরিক্ত গরমে স্বাভাবিকভাবে স্যালাইনের চাহিদা বেড়েছে। বৃহস্পতিবার স্যালাইন শেষ হয়ে গেছে। আমাদের এ মার্কেটে সপ্তাহে এক দিন কোম্পানির প্রতিনিধিরা স্যালাইন সাপ্লাই দেন। আর শুক্রবার ছুটির দিন থাকায় সরবরাহ বন্ধ। শনিবার কোম্পানিগুলো সরবরাহ করলে হয়তো বিক্রি করা সম্ভব হবে, নইলে কাস্টমারদের ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই।


মোহাম্মদ আলী বলেন, এবারের মতো গরম আমার জীবনে দেখিনি। রাস্তায় বের হলেই শরীরটা রোদে পুড়ে যায়। কিন্তু আমাদের তো আর ঘরে বসে থাকার উপায় নেই! গরম পড়লেও রিকশা নিয়ে বাইরে বের হতে হয়। গরমে আর টিকতে পারছিলাম না, শরীরে শক্তি যেন কমে আসছিল। তাই স্যালাইন খেয়ে একটু জিরিয়ে নেব।


শুধু এই রিকশাচালক নন, তার মতো আরও অনেকেই তপ্ত রোদ থেকে একটু প্রশান্তি পেতে ফার্মেসিতে দৌড়াচ্ছে স্যালাইনের জন্য। কিন্তু চাহিদামতো মিলছে না খাবার স্যালাইন। ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা বলছে, যে ফার্মেসিতেই স্যালাইনের জন্য যাচ্ছি মিলছে একই উত্তর-সাপ্লাই নেই, ভাই কী করব?


ফার্মেসির দোকানিরা বলছেন, প্রায় পুরো মাসেই তাপপ্রবাহ চলছে। আর তীব্র গরমে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় সেই অনুপাতে খাবার স্যালাইনের জোগান দিতে পারছে না সংশ্লিষ্ট কোম্পানিগুলো। গত কয়েক দিনের তাপপ্রবাহের কারণেও খাবার স্যালাইনের এ সংকট তৈরি হয়েছে বলেও জানান দোকানিরা। 


একইসঙ্গে চলমান তাপপ্রবাহ আর অতিরিক্ত গরমে ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, ফুড পয়জনিং এবং ভাইরাসসহ নানা রোগের ওষুধের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। পাশাপাশি বেড়েছে গ্যাস্ট্রিকসহ বিভিন্ন ওষুধের দামও। আর বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরাও ফার্মেসিতে প্রয়োজনের তুলনায় স্যালাইন সরবরাহ কম দেওয়ার কথা স্বীকার করলেও কোনো ধরনের সংকট নেই বলেও জানিয়েছেন। আর কোনো স্যালাইনের দাম বাড়েনি বলেও জানান। 


শুক্রবার সরেজমিনে রাজধানীর মালিটোলা, বংশাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, শাহবাগ ফার্মগেট এবং বাংলামোটরসহ বিভিন্ন এলাকার অলিগলির বিভিন্ন ফার্মেসি ঘুরে এ দৃশ্য দেখা গেছে। প্রায় সব দোকানেই কমবেশি খাবার স্যালাইনের সংকট রয়েছে। চাহিদার অনুপাতে খুচরা দোকানিদেরও খাবার স্যালাইন সরবরাহ করতে পারছে না অনেক পাইকারি দোকান। সংশ্লিষ্টরা বলছেন, গরমের সময় স্বাভাবিকভাবেই স্যালাইনের চাহিদা বাড়ে। এবারের অত্যধিক গরমে সে চাহিদা বেড়েছে কয়েকগুণ। তবে স্যালাইনের দাম বাড়েনি।


সরেজমিন রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, পাইকারি এবং খুচরা দোকানে বিভিন্ন কোম্পানির খাবার স্যালাইনের মধ্যে একমি টেস্টি স্যালাইন, এসএমসির (সোশ্যাল মার্কেটিং কোম্পানি) ‘ওরস্যালাইন এন’, এসএমসির ফ্লুটি, নিওস্যালাইন, রাইস স্যালাইন ওরাল পাউডার, বিভিন্ন এনার্জি ও অরেঞ্জ সফট ড্রিংক পাউডার স্যালাইনের চাহিদা কয়েকগুণ বেড়েছে।


পুরান ঢাকার গোলক পাল লেনের মা ফার্মেসির মালিক হরি দয়াল সরকার  বলেন, গরমের কারণে বর্তমানে চাহিদা স্বাভাবিকের চেয়ে ৩০-৪০ গুণ বেশি বেড়েছে, তাই তা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। আগে ২-৩ প্যাকেট স্যালাইন বিক্রি করলেও এখন ৭-৮ প্যাকেট বিক্রি করছি। এমন গরম থাকলে আরও বিক্রি হবে।


বংশাল এলাকার এক দোকানি বলেন, আমরা গত কয়েক দিন ধরেই চাহিদামতো খাবার স্যালাইন পাচ্ছি না। কোম্পানিগুলো ঠিকভাবে সাপ্লাই দিতে পারছে না। গরমের কারণে আমাদের চাহিদা হচ্ছে ১০ প্যাকেট । কিন্তু আমরা পাচ্ছি ২ প্যাকেট। ফলে আমরা খুচরা দোকানিরা বিপাকে পড়ে গেছি। স্যালাইন না থাকায় অনেককে ফিরিয়ে দিতে হচ্ছে ।


বংশাল এলাকায় ওরস্যালাইন সাপ্লাই দেন এসএমসির বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম। তিনি বলেন, সাধারণ সময়ে এ এলাকায় স্যালাইন সাপ্লাই করি ২০ কার্টন। এখন চাহিদা বেড়েছে ৫০ কার্টনের। ফলে ফার্মেসিগুলোর চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তবে কোনো ধরনের সংকট এবং দাম বাড়েনি বলেও জানান তিনি।


শাহবাগ এলাকার মেডিসিন প্লাস ফার্মেসির কর্মচারী ফয়সাল হোসেন  বলেন, গরম বাড়ার পর থেকে স্যালাইনের চাহিদা অনেকগুণ বেশি বেড়েছে এবং বিক্রিও বেশি হচ্ছে। আর স্যালাইন ছাড়াও গ্লুকোজ, নাপা, প্যারাসিটামল ইত্যাদি পণ্যেরও বিক্রি বেড়েছে। তবে কোনো সংকট নেই।


দোকানিরা জানান, প্রতি প্যাকেট এসএমসির ওরস্যালাইন বিক্রি হচ্ছে ৬ টাকায় এবং একই কোম্পানির টেস্টি স্যালাইন বিক্রি হচ্ছে ৭ টাকায়। সারারণ সময়ে দিনে হয়তো ৩-৪ প্যাকেট স্যালাইন বিক্রি হতো। এখন ২০ থেকে ৩০ প্যাকেট বিক্রি হচ্ছে। এমন দেখা গেছে, অনেকেই বক্সসহও কিনে নিয়ে যাচ্ছেন।


ফার্মেসিগুলো চাহিদামতো স্যালাইন পাচ্ছে না-এমন অভিযোগের বিষয়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির মার্কেটিং বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টানা গরমের কারণে স্বাভাবিকভাবেই খাবার স্যালাইনের চাহিদা বেড়েছে। আর এ কারণেই হয়তো বাজারে কিছুটা সংকট তৈরি হয়ে থাকতে পারে। তবে আমাদের কোম্পানি ভালোভাবেই স্যালাইন সরবরাহ করছে। কোনো ধরনের সংকট নেই।


এদিকে ফার্মেসির মালিক ও কর্মচারীরা জানিয়েছেন, গত কিছু দিন ধরে সর্দি-জ্বর কাশি, নিউমোনিয়া, গলাব্যথা, বমি, ফুড পয়জনিংসহ বিভিন্ন রোগের ওষুধের পাশাপাশি গ্যাস্ট্রিক ও ডায়াবেটিসের ওষুধ এবং অ্যান্টিবায়োটিকের চাহিদা কয়েকগুণ বেড়েছে। একইসঙ্গে কিছু কিছু ওষুধের দামও বেড়েছে।


শাহবাগসহ বিভিন্ন এলাকার কয়েকটি দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত গ্লিকলিড এমআর ৩০ এমজি ক্যাপসুল এক পাতা (১০টি) কয়েক সপ্তাহ আগে বিক্রি হতো ৬০ টাকায়। তা এখন বেড়ে হয়েছে ১২০ টাকা পাতা। আর গরমের কারণে নিউমোনিয়া কনজাক্টিভাইটিস, এন্ডোকার্ডাইটিস এবং সাইনোসাইটিসসহ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মক্সিফ্লক্সাসিন ০৫ ড্রপস ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে। এ ছাড়াও অপটিমক্স এবং এ-জেডসহ বেশকিছু ওষুধের দামও বেড়েছে ওষুধের দাম বৃদ্ধি ও এবং স্যালাইন সংকটের বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। 


আরও খবর




প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সায়েম আলী পাঠান

টাঙ্গাইলে হত্যা মামলার আসামি রবিউল গ্রেফতার

রূপসার বাবু দুর্বৃত্তের গুলিতে আহত

ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ চারজন গ্রেপ্তার

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর প্রচারণায় বাধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শ্রীহাস্য স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

নন্দীগ্রামে ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

শাহপুরে রাস্তা ও গোরস্তান উন্নয়নের প্রতিশ্রুতি; সৈয়দ এহসানুল হুদার কার্যালয় উদ্বোধন

রূপসাকে কর্মসংস্থানের বিশেষ ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে: আজিজুল বারী হেলাল

জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি

মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার, কেউ রুখতে পারবে না, ইনশাআল্লাহ - খ. ম আব্দুর রাকিব

ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার,গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

অষ্টগ্রামে দেওঘর ইউনিয়নে লুটপাট থানায় অভিযোগ

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

খালেদা জিয়া মারা গেছেন

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক


এই সম্পর্কিত আরও খবর

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন: সিইসি

গ্যাস ও এলপিজি সংকটে জনজীবন বিপর্যস্ত

বাইকে কর্মসংস্থান হাজারো তরুণের

রাজনীতিকে ‘সারভাইভাল ম্যানিফেস্টো’র পথে হাঁটার আহ্বান ড. কামরুজ্জামানের

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান সুজনের

ঢাকায় অপ্রতিরোধ্য অটোরিকশা, কিলোমিটারপ্রতি ভাড়া বিমানের চেয়েও বেশি

নির্বাচন ঘিরে বডি ক্যামেরা সংকট; দায়িত্বে থেকেও বন্ধ অনেকের ক্যামেরা